আত্মহত্যা করা মহাপাপ

প্রশ্ন

আসসালামআলাইকুম শায়েখ আত্মহত্যা করলে কি কবরে যায়গা হয়নাহয়না ?

প্রশ্নকারীর নাম: ইকবাল

প্রশ্নকারীর ঠিকানা: North 24 pargana

প্রকাশিত: 01-08-2023

উত্তর

ফতওয়া নং ১২১

 

   আত্মহত্যা করা মহাপাপ। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আত্মহত্যার কঠিন শাস্তি ঘোষণা করেছেন। রাসূল সাঃ আত্মহত্যা করার ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করে ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, সে জাহান্নামের আগুনে পুড়বে, চিরদিন সে জাহান্নামের মধ্যে অনুরূপভাবে লাফিয়ে পড়তে থাকবে। যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে, তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে, চিরকাল সে জাহান্নামের মধ্যে তা পান করতে থাকবে, যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যে লোহা তার হাতে থাকবে, চিরকাল সে তার দ্বারা নিজের পেটে আঘাত করতে থাকবে। {সহীহ বুখারী, হাদীস নং-৫৪৪২, সুনানে নাসায়ী, হাদীস নং-১৯৬৪)
তবে  “আত্মহত্যা করলে কবরে যায়গা হয়না” কথাটি ভিত্তিহীন।

 

                স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ মুহাররম ১৪৪৫হিজরী(14/08/2023)


উত্তর দেখা হয়েছে : 218