আখিরি যোহরের বিধান

প্রশ্ন

আখিরি যোহর সম্পর্কে কিছু বলুন। আখিরি যোহর পড়তে হবে কি না পড়লে চলবে ?

প্রশ্নকারীর নাম: Abdul Hamid Molla

প্রশ্নকারীর ঠিকানা: Kolaghat, purba medinipur

প্রকাশিত: 02-08-2023

উত্তর

ফতওয়া নং ১২২

 

 

        আখিরি যোহর, এটাকে ইহতিয়াতু য্যোহরও বলা হয়। ‘কিফায়াতুল মুফতী’ নামক কেতাবে লিখিত আছে, “ইহতিয়াতু য্যোহর  পড়া জাইয নেই। কেননা, ভারতবর্ষের শহরগুলোতে ফতওয়া গ্রাহ্য মত অনুযায়ী জুম‘আ জাইয। অতএব ইহতিয়াতু য্যোহর পড়ার কোনো অর্থ হয় না। এটাই বলিষ্ঠ মত।” ( ৩/২১৮)

 

                  স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ মুহাররম ১৪৪৫হিজরী(14/08/2023)


উত্তর দেখা হয়েছে : 308