প্রশ্ন
পুরুষ কোন কোন ক্ষেত্রে মহিলাদের চেহারার দিকে তাকাতে পারবে? আর মহিলারা কি সর্বঅবস্থায় পুরুষদের চেহারার দিকে তাকাতে পারবে ?
প্রশ্নকারীর নাম: Md Ahmadullah
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি
প্রকাশিত: 05-08-2023
উত্তর
ফতওয়া নং ২৪৩
আপন স্ত্রীর সারা শরীর দেখা জাইয। তবে লজ্জাস্থান না দেখা মুস্তাহাব। নিজের মাহরাম ( অর্থাৎ যাদের সাথে কখনো বিবাহ বৈধ নয় এমন) নারীদের মাথা, চেহারা, পায়ের গোছা ও বাহু দেখা জায়েয। কিন্তু পেট, পিঠ ও রান দেখা জায়েয নেই।
বেগানা নারীর প্রতি এমনি দৃষ্টিপাত করা মাকরুহ; বদ-নিয়তে দৃষ্টিপাত করা হারাম।
আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন- মুমিন পুরুষদের বল, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। (সূরা নূর:আয়াত ৩০)
হাদীসে বর্ণিত আছে, যে ব্যক্তি যৌন কামনার সাথে কোন বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করে কিয়ামত দিবসে তার চোখে সীসা ঢেলে দেয়া হবে । (নাউযুবিল্লাহ)
তবে অনিচ্ছায় হঠাৎ যে দৃষ্টি পড়ে যায়, সেটা মাফ। ইচ্ছাকৃতভাবে দৃষ্টিকে দীর্ঘায়িত করা হলে তা অপরাধ বলে গণ্য হবে। কোনো নারীকে বিবাহ করতে চাইলে তার চেহারা দেখা জাইয; বরং মুস্তাহাব।
বিশ্বস্ত ডাক্তার চিকিৎসার প্রয়োজনে রুগিনীকে দেখতে পারে।
মহিলার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সময় সাক্ষী এবং মহিলার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার সময় বিচারক মহিলার মুখ দেখতে পারেন ।
কোনো মহিলা পানিতে ডুবে যাচ্ছে কিংবা আগুনে পুড়ে যাচ্ছে, ইত্যাদি বিপদের ক্ষেত্রে প্রাণ রক্ষার জন্য প্রয়োজনে তার শরীরের দিকে তাকানো জাইয।
মহিলার জন্য পরপুরুষের সতর(অর্থাৎ নাভি হতে হাটু পর্যন্ত) বাদ দিয়ে অন্য অংশের দিকে তাকানো জায়েয আছে; কিন্তু উচিত নয় । তবে কাম দৃষ্টি হারাম।
আল্লাহ পাক ইরশাদ করেন, এবং মুমিন নারীদের বল, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে । (সূরা নূর:আয়াত ৩১)
আপন স্বামীর সারা শরীর দেখা জাইয। তবে লজ্জাস্থান না দেখা উত্তম। (শামী ৯/৫২৭)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২১ সফর,১৪৪৫হিজরী(8/09/2023)
উত্তর দেখা হয়েছে : 171