প্রশ্ন
আমরা ৮ ভাই বোন পিতা মাতা জীবিত অবস্থায় তার ছেলেদের কে ভিটে করার জন্য ছেলেদের কে কিছু জায়গা তাদের নামে করে দিতে চাইছে এবং বোনেরা এতে সন্তুষ্ট আছে এটা শরীয়তে জায়েয আছে কিনা ?
প্রশ্নকারীর নাম: SK Abdul Hannan
প্রশ্নকারীর ঠিকানা: Keshpur Paschim Medinipur
প্রকাশিত: 07-08-2023
উত্তর
ফতওয়া নং ১৭২
জীবদ্দশায় পিতা-মাতা সন্তানদের কিছু দান করতে চাইলে নিয়ম হল, সমস্ত সন্তানকে দেওয়া এবং প্রত্যেককে সমান পরিমাণ দেওয়া। কাউকে বঞ্চিত না করা বা অযথা কম-বেশি না দেওয়া। তবে অন্যদের ক্ষতি সাধন উদ্দেশ্য ছাড়া সংগত কারণে কাউকে কিছু বেশি দেওয়া জাইয আছে। অতএব, প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী যদি পুত্র সন্তানদের প্রয়োজনের প্রতি খেয়াল করে ভিটে করার জন্য তাদেরকে কিছু জমি পিতা দিতে চান আর এর দ্বারা মেয়েদের কোনোরূপ ক্ষতি সাধন উদ্দেশ্য না হয় আর মেয়েরাও এতে রাযি থাকে তাহলে এর অবকাশ আছে। ( ফাতাওয়া কাযিখাঁ আলা হামিশি হিন্দিয়া৩/২৭৯)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(13/10/2023)
উত্তর দেখা হয়েছে : 549