ফজরের নামাজ কাযা থাকলে যোহরের নামাযে ইমামতি করা

প্রশ্ন

আমার প্রশ্ন হল : যদি কোন ব্যাক্তির সেইদিনের ফজরের নামাজ কাজা থাকে তাহলে কি সেই ব্যাক্তি যোহরের ইমামতি করতে পারবে ?

প্রশ্নকারীর নাম: মাহবুবুল্লাহ

প্রশ্নকারীর ঠিকানা: বাঁকুড়া

প্রকাশিত: 08-08-2023

উত্তর

ফতওয়া নং ১৩২

 

 

 যার ফজরের নামায কাযা আছে সে ব্যক্তি সেই দিনের যোহরের নামাযের ইমামতি করতে পারবে। অবশ্য যদি উক্ত ব্যক্তি সাহেবে তারতীব ( অর্থাৎ  যার দায়িত্বে পাঁচের অধিক নামায কাযা নেই এমন )  হয়, তাহলে ওয়াক্তিয়া নামায পড়ার আগে কাযা নামায পড়ে নেওয়া  তার জন্য যরূরী। ( ফাতাওয়া হিন্দিয়া ১/১২১)

 

                   স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৬ সফর,১৪৪৫হিজরী(24/08/2023)


উত্তর দেখা হয়েছে : 562