একাধীক সেজদা্র আয়াত তিলাওয়াত করলে ক'টি সেজদা করতে হবে

প্রশ্ন

মুফতি সাহেব যদি কোন ব‍্যাক্তি এক বৈঠকে পাঁচটি সেজদার আয়াত পাঠ করে।সেজদা কটা দিতে হবে ?

প্রশ্নকারীর নাম: G.A.Mortaza mirza

প্রশ্নকারীর ঠিকানা: Baithari purba burdwan

প্রকাশিত: 11-08-2023

উত্তর

 

ফতওয়া নং ১৩৩

 

   প্রশ্নোক্ত পাঁচটি আয়াত যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাহলে পাঁচটি সেজদা করতে হবে। আর যদি সেজদার একই আয়াত পাঁচবার পাঠ করে থাকে, তাহলে একটি সেজদা করতে হবে। কেননা সেজদায়ে তিলাওয়াতের সংখ্যার ক্ষেত্রে  নিয়ম হল, আয়াত  বা   মজলিস  ভিন্ন   হলে, পাঠের সংখ্যা অনুযায়ী, আর  আয়াত  এক হলে মজলিসের সংখ্যা অনুযায়ী  সেজদা ওয়াজিব হবে। (তুহফাতুল ফুক্বাহা ১/২৩৭ পৃষ্ঠা দ্রষ্টব্য।)

 

            স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৬ সফর,১৪৪৫হিজরী(24/08/2023)


উত্তর দেখা হয়েছে : 216