প্রশ্ন
কোন মহিলা নিজের থেকে খুলা তালাক নিয়ে মহর আনা ফিরৎ নিতে পারেন ?
প্রশ্নকারীর নাম: সাবির হোসেন
প্রশ্নকারীর ঠিকানা: ফাজিল পুর.
প্রকাশিত: 12-08-2023
উত্তর
ফতওয়া নং ১৩৪
তালাক দেওয়া স্বামীর অধিকার। অতএব স্বামী খুলা তালাক না দিলে, কোনো মহিলা নিজের থেকে খুলা তালাক নিতে পারবে না। ( জামিউল ফাতাওয়া ১০/২২৯)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৬ সফর,১৪৪৫হিজরী(24/08/2023)
উত্তর দেখা হয়েছে : 457