সারা শরীরের লোম পরিষ্কার করা

প্রশ্ন

শরীরের নাভির নিচে দাড়ি গোঁফ সেফ ও বগলের চুল বা লোম ছাড়া অন্য কোনো জায়গায় লোম পরিস্কার করা যাবে ?

প্রশ্নকারীর নাম: আবদুল্লাহ

প্রশ্নকারীর ঠিকানা: ভাঙ্গড়

প্রকাশিত: 22-08-2023

উত্তর

ফতওয়া নং ১৩৭

 

 

 

দাড়ী মুণ্ডন করা বা কেটে এক মুষ্টির কম করা না জাইয ও হারাম। গোঁফ, বগল ও নাভির নিচের লোম চল্লিশ দিনের মধ্যে পরিস্কার করা ওয়াজিব। চল্লিশ দিনের চেয়ে বেশি দেরী করা না জাইয ও মাকরূহে তাহরীমী। এছাড়া শরীরের অন্যান্য অংশের চুল পরিস্কার করা এবং না করা দু’টিই জাইয। তবে বুকের ও পিঠের লোম মুণ্ডন করা জাইয হলেও আদবের খেলাফ । (ফাতাওয়া হিন্দিয়্যা ৫/৩৫৮)

 

                স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
সফর,১৪৪৫হিজরী(8/09/2023)


উত্তর দেখা হয়েছে : 218