দাড়ি কাটা ইমামের পিছনে নামায পড়া

প্রশ্ন

কেউ যদি দাড়ি কাটে, সেই অবস্থায় ইমামতি করে তার পিছনে নামাজ পড়া যাবে ?

প্রশ্নকারীর নাম: Sk sahabul hasan

প্রশ্নকারীর ঠিকানা: Burdwan,,, Raina

প্রকাশিত: 23-08-2023

উত্তর

ফতওয়া নং ১৩৮

 

 

যে ব্যক্তি দাড়ি মুণ্ডন করে কিংবা কেটে এক মুষ্টির কম করে, সে ফাসিক। তার ইমামতি করা ও তার   পিছনে নামায পড়া মাকরূহে তাহরীমী। (ফাতাওয়া দারুল উলুম৩/৭৩)

 

             স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২১ সফর,১৪৪৫হিজরী(8/09/2023)


উত্তর দেখা হয়েছে : 318