প্রশ্ন
রুপোর আংটি ডান হাতের কোন আঙুলে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হবে ?
প্রশ্নকারীর নাম: Toushief Islam
প্রশ্নকারীর ঠিকানা: Garib Alam Bag, Sahaganj, Hooghly,712104, West Bengal
প্রকাশিত: 23-08-2023
উত্তর
ফতওয়া নং ১৩৯
আংটি পরা সুন্নত বা মুস্তাহাব কিছুই নয়। বরং বিশেষ প্রয়োজন না হলে বর্জন করা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আংটি পরতেন মোহর লাগানোর প্রয়োজনে। বিনা প্রয়োজনে নয়। তবে কেউ শরীয়ত সম্মত নির্দিষ্ট পরিমাণ রূপোর আংটি পরতে চাইলে তার অবকাশ আছে। আংটি ডান অথবা বাম হাতের কনিষ্ঠ আঙুলে পরা উচিত।
কারণ, সুনানে নাসায়ী, ৫২০৪ নং হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ডান হাতে আংটি পরতেন। মুসলিম শরীফের ৫৩৮২ নং হাদীসে আনাস (রাযি) থেকে বর্ণিতঃ, তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর আংটি ছিল এ আঙ্গুলে- এ কথা বলে তিনি বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলের দিকে ইঙ্গিত করেন।
সুনানে নাসায়ী, ৫২১০ নং হাদিসে বর্ণিতঃ, হযরত আলী (রাঃ) বলেছেন: আমাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন এই-এই আঙ্গুলে আংটি পরতে। এরপর তিনি ইঙ্গিত করলেন, তর্জনী ও মধ্যমা আঙ্গুলের দিকে।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২১ সফর,১৪৪৫হিজরী(8/09/2023)
উত্তর দেখা হয়েছে : 308