প্রয়োজনের অধিক জমির থাকার কারণে হজ্জ ফরয হওয়া

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়খ। আমার আব্বাজীর বাৎসরিক আয় যতটা তা দিয়ে হজ্জ করা সম্ভব নয়। কিন্তু আমার আব্বাজী পৈতৃক সূত্রে এবং উপহার হিসেবে বেশ খানিকটা জমি পেয়েছেন যেগুলি আমাদের কোন কাজে লাগে না, যা বিক্রি করে হজ্জ করার মত অর্থ জোগাড় করা সম্ভব। এই অতিরিক্ত সম্পত্তির জন্য কি হজ্জ ফরজ হবে। বিস্তারিত উত্তর জানালে উপকৃত হব।

প্রশ্নকারীর নাম: SK MUJAKKAR NAIM

প্রশ্নকারীর ঠিকানা: WEST BENGAL, HOWRAH, AMTA.

প্রকাশিত: 27-08-2023

উত্তর

ফতওয়া নং ১৫১
 

 

 হজ্জের খরচ পরিমাণ জমি বিক্রি করলেও যদি পরিবারের স্বাভাবিক ভরণ-পোষণ ব্যাহত  না হয়, তাহলে এ পরিমাণ জমি প্রয়োজনের অতিরিক্ত বলে গণ্য হবে। এবং কোনো শরঈ ওযর না থাকলে এর কারণে আপনার আব্বাজীর উপর হজ্ব আদায় করা ফরয হবে।(গুনয়াতুন্নাসিক পৃষ্ঠা৭)

 

                স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(18/09/2023)


উত্তর দেখা হয়েছে : 273