প্রশ্ন
আসসালামুআলাইকুম, জুমার দ্বিতীয় আযানের পর কি হাত উঠিয়ে আযানের দোয়া পাঠ করতে পারবো নাকি মনে মনে দোয়া পড়ব ?
প্রশ্নকারীর নাম: সেখ আমির
প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ, ভারত
প্রকাশিত: 28-08-2023
উত্তর
ফতওয়া নং ১৫২
খুতবার সময় যে আযান হয়, তার পর ইমাম সাথে সাথেই খুতবা শুরু করে দেন। আর সুন্নাত অনুযায়ী এটাই করা উচিত। অতএব খুতবার আযানের পর মৌখিক ভাবে দুআ করা ও হাত উঠানো উভয়ই মাকরূহ। হাত না তুলে মনে মনে দুআ করা সুন্নত।(ইমদাদুল আহকাম ১/৩২৪, ফাতাওয়া দারুল উলুম ৫/৫৪, ফাতাওয়া মাহমুদিয়া ৮/৩৩২,৩৩৩,শামী২/১৬৪)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(18/09/2023)
উত্তর দেখা হয়েছে : 235