প্রশ্ন
আসরের ফরয নামাজের পর কি কাযা নামাজ আদায় করতে পারবো ?
প্রশ্নকারীর নাম: সেখ আমির
প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ, ভারত
প্রকাশিত: 28-08-2023
উত্তর
ফতওয়া নং ১৪০
আসরের ফরয নামাযের পর সূর্যের রঙ পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত কাযা নামায পড়া জাইয । নফল নামায পড়া মাকরূহ। সূর্যের রঙ পরিবর্তন হয়ে গেলে ওই দিনের আসরের নামায ছাড়া সব রকম নামায পড়া নিষেধ। (শামী ১/৩৭৫)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২১ সফর,১৪৪৫হিজরী(8/09/2023)
উত্তর দেখা হয়েছে : 298