ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা

প্রশ্ন

চার রাকাত ফরজ নামাজে ইমাম সাহেবের পিছনে মুক্তাদীর 2.3.রাকেতে সুরা ফাতিহা পড়া জরুরী ?

প্রশ্নকারীর নাম: Md SABIR

প্রশ্নকারীর ঠিকানা: Fazil pur.Deganga. North 24parganas

প্রকাশিত: 29-08-2023

উত্তর

ফতওয়া নং ১৫৩
 

 

        না, যরূরী নয়; বরং নিষেধ। কেননা, সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যখন ইমাম কিরাত করবে তখন মুক্তাদীরা নিরব থাকবে। আর কিরাতের ব্যাপকতার মধ্যে সূরা ফাতিহা পাঠ করাও আছে। সুতরাং অগ্রগণ্য মত অনুযায়ী ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াও নিষেধ। আর যে সমস্ত বর্ণনায় এসেছে যে, “সূরা ফাতিহা ব্যাতিত নামায হয় না”, তা ইমাম ও একাকী নামায পাঠকারীর ক্ষেত্রে প্রযোজ্য। মুক্তাদির ক্ষেত্রে নয়। ইমাম সশব্দে পড়ুক বা নিঃশব্দে সর্বাবস্থায় নির্দেশ হলো মুক্তাদিরা নিরব থাকবে। (কিতাবুন্নাওয়াযিল ৩/৫৬৭)

 

             স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(18/09/2023)


উত্তর দেখা হয়েছে : 228