প্রশ্ন
মুহ্তারাম শ্বাইখ, জামার আসতিন অর্থাৎ হাতা গুটিয়ে নামাজ আদায় করা যাবে কি ?
প্রশ্নকারীর নাম: রমজান আলী মন্ডল
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম ও পোস্ট-ভেলাপেটা, থানা-তুফানগঞ্জ, জেলা-কোচবিহার
প্রকাশিত: 30-08-2023
উত্তর
ফতওয়া নং ১৫৪
হাতা গুটিয়ে রেখে নামায পড়া মাকরূহ। যদি উযু করার জন্য গুটিয়ে থাকে,তাহলে নামায শুরু করার আগে ঠিক করে নিবে। অন্যথায় নামাযের মধ্যে এক হাত দিয়ে সতর্কতার সঙ্গে ঠিক করে নিবে,যেন আমলে কাছীর না হয়ে যায়। (শামী ১/৬৪০, দারুল উলুম যাকারিয়া২/৩৩৭)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(18/09/2023)
উত্তর দেখা হয়েছে : 275