প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মসজিদের টাকা ব্যাংকের একাউন্টে রাখা যাবে কি ?
প্রশ্নকারীর নাম: Kamal sekh
প্রশ্নকারীর ঠিকানা: Kalopur ps Domkal MSD
প্রকাশিত: 01-09-2023
উত্তর
ফতওয়া নং ১৫৭
সুরক্ষার উদ্দেশ্যে মাসজিদের টাকা ব্যাঙ্কের কারেন্ট একাউন্টে রাখার অনুমতি আছে। (কিতাবুন্নাওয়াযিল ১১/২৬৯)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(18/09/2023)
উত্তর দেখা হয়েছে : 854