শিয়ার মার্কেটে ব্যাবসা করা

প্রশ্ন

বলছি শায়েখ শিয়ার মার্কেটে টাকা লাগিয়ে ব্যাবসা করা জায়েয হবে কি? একটু জানাবেন

প্রশ্নকারীর নাম: মোঃ রেজাউল হক

প্রশ্নকারীর ঠিকানা: বারাসাত বামনগাছি

প্রকাশিত: 03-09-2023

উত্তর

ফতওয়া নং ১৬৮

  

 

     হালাল ও হারামের দৃষ্টিতে এ ব্যবসাটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা। তাই এ থেকে বিরত থাকাই নিরাপদ।

     শাইখুল ইসলাম মাওলানা মুহাম্মদ তাক্বী উসমানী দা.বা. হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ এর উদ্ধৃতিতে কয়েকটি শর্তে শেয়ারকে কমবেশি করে বিক্রি ব্যবসাকে জায়েজ বলেছেন। যথা-
১ কোম্পানীর মূল ব্যবসাটি হালাল হতে হবে। যেমন ঔষধ কোম্পানী, ইনষ্ট্রাকশন                   কোম্পানী ইত্যাদি।  
২ মূল মূল্যের চেয়ে কমবেশি করে বিক্রি করার জন্য শর্ত হল, কোম্পানীর মূল সম্পদ শুধু    টাকা হলে হবে না, বরং টাকার সাথে সাথে অন্যান্য সম্পদও থাকতে হবে। যেমন বিল্ডিং,     জমি, মেশিন ইত্যাদি।
৩ যদিও মূল ব্যবসা হালাল, কিন্তু যদি উক্ত কোম্পানীতে কিছু সুদী বা হারাম লেনদেনও         হয়, যদিও তা খুবই কম। তাহলেও সেই সুদী ও হারাম লেনদেনের বিরুদ্ধে বার্ষিক সাধারণ      সভায় প্রতিবাদ করবে এবং সংশোধনের জন্য বলবে।
৪ কোম্পানীর যতটুকু আয় সুদ থেকে হয়, তা হিসেবে করে বের করে সওয়াবের নিয়ত ছাড়া      দান করে দিবে।
উপরোক্ত চারটি শর্ত সঠিকভাবে মান্য করলে শেয়ার ব্যবসা জায়েজ আছে।

    তবে বর্তমানে শেয়ার বাজারে নানামুখী ধোঁকা, প্রতারণার বিস্তার রয়েছে। আর উপরোক্ত শর্তগুলো সঠিকভাবে পাওয়াও কঠিন। তা’ই এ ব্যবসার বিকল্প কোন ব্যবসায় জড়ানোই অধিক নিরাপদ এবং আমাদের পরামর্শও।

এ বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়ুন-
১. ইসলাম ও আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি- (পৃ: ৮৩-১১০)। মূল মুফতী তাকি ওসমানি

 

                     স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(27/09/2023)


উত্তর দেখা হয়েছে : 331