জিনা থেকে বেঁচে থাকার জন্য হস্তমৈথুন করা

প্রশ্ন

জিনা থেকে বেঁচে থাকার জন্য হস্তমৈথুন করে বীর্য বার করলে কি কোন গুনাহ হবেহবে ?

প্রশ্নকারীর নাম: Toushief Islam.

প্রশ্নকারীর ঠিকানা: Sahaganj, Hooghly.

প্রকাশিত: 06-09-2023

উত্তর

ফতওয়া নং ১৬৭

 

   হস্তমৈথুন করা হারাম,  কবিরা গুনাহ ও একটি জঘন্য  ঘৃণ্য কাজ। রাসূল সা. হাদিসে এর কদর্যতা বর্ণনার পাশাপাশি তার ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। অতএব যৌন তৃপ্তির জন্য এটিকে অবলম্বন করা একেবারেই জায়েজ নয়। যৌন তৃপ্তির জন্য একজন পুরুষের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে বৈধ উপায়ে তৃপ্তি লাভ করা উচিত। বিবাহ করার সামর্থ না থাকলে লাগাতার রোযা রাখবে। আর অশ্লীল ছবি, ভিডিও, সিনেমা, গেইম এবং যৌনউত্তেজক কোনো বই, গল্প, উপন্যাস, ফিচার, নিউজ পড়া, শোনা বা দেখা এবং    পরনারী, গার্লফ্রেন্ড, মামাতো, চাচাতো, ফুফাতো... ইত্যাদী বোনদের সাথে দেখা-সাক্ষাত, একান্ত কথাবার্তা ও অপ্রয়োনীয় আলাপচারিতা থেকে সর্বাবস্থায় দূরে থাকা যরূরী। কারণ, বাইরের অশ্লীলতাই আস্তে আস্তে  ভিতরের অশ্লীলতার দিকে নিয়ে যায়।
সাবধানতা অবলম্বন ও লাগাতার রোজা রাখার পরও যদি যৌন চাহিদা এত প্রবল থাকে যে,  সে ব্যভিচারের মতো জঘন্য পাপে লিপ্ত হয়ে পড়বে বলে প্রবল আশঙ্কা  হয়। সে ক্ষেত্রে ব্যভিচার থেকে বাঁচতে হস্তমৈথুন করলে আশা করা যায় আল্লাহ পাক ক্ষমা করবেন এবং শাস্তি দিবেন না। আর মুমিনের শান হল, ইচ্ছায়-অনিচ্ছায় কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে অনুতপ্ত হৃদয়ে বিশুদ্ধ তাওবা করা ও ইস্তেগফার করতে থাকা। সুতরাং এক্ষেত্রেও অনুতপ্ত হৃদয়ে তাওবা ও ইস্তেগফার করতে ভুলবে না 
(আহসানুল ফাতাওয়া ৮/২৪৯ পৃষ্ঠা দ্রষ্টব্য)

 

               স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(27/09/2023)


উত্তর দেখা হয়েছে : 405