প্রশ্ন
মোবাইলে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে কি?
প্রশ্নকারীর নাম: Md Ahmadullah
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি
প্রকাশিত: 07-09-2023
উত্তর
ফতওয়া নং ১৬১
অযথা ছবি তোলা শরীয়তে নিষিদ্ধ। আর তা যদি হয় মৃত ব্যক্তির ছবি তাহলে বিষয়টা আরও মারাত্মক। কারও স্মৃতি ধরে রাখার জন্য তার ছবি সংরক্ষণ করার মানসিকতা সঠিক নয়। বরং কর্মই মানুষকে স্মৃতিময় করে রাখে। (জামিউল ফাতাওয়া ৪/৩০৮)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(18/09/2023)
উত্তর দেখা হয়েছে : 536