মাসজিদের জামাতের আগে মহিলাদের নামায আদায় করা

প্রশ্ন

আমাদের এখানে একজন মাসআলা বলছেন, মসজিদে জামায়াত শুরু হ‌ওয়ার দশ মিনিট পর মহিলাদের নামাজ শুরু করতে হবে। মসজিদে জামায়াত শুরু হ‌ওয়ার আগে মহিলারা নামাজ পড়তে পারবে না। যদি কোন মহিলা পড়ে,তাহলে সেই মহিলার নামাজ হবেনা। এটা কি সঠিক মাসআলা? আমরা বিভ্রান্তির মধ্যে পরে গেছি ,

প্রশ্নকারীর নাম: আবিদ হোসেন সেখ

প্রশ্নকারীর ঠিকানা: নিভূজী বাজার,কালনা, পূর্ব বর্ধমান

প্রকাশিত: 20-09-2023

উত্তর

ফতওয়া নং ১৭৫

 

 

      “মসজিদে জামায়াত শুরু হ‌ওয়ার আগে মহিলারা নামাজ পড়তে পারবে না”। কথাটি সঠিক নয়। কেননা, রদ্দুলমুহতার নামক বিখ্যাত   ফতওয়া গ্রন্থে লিখিত আছে, “ফজর ছাড়া অন্য ওয়াক্তের নামায মহিলাদের  জন্য   ওয়াক্তের শুরুতে  পড়া  উত্তম”।  ( রদ্দুলমুহতার ১/৩৬৭)

 

                  স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(13/10/2023)


উত্তর দেখা হয়েছে : 197