প্রশ্ন
আমার ব্যাংকে ৫০০০০ টাকা আছে এই ৫০০০০ টাকা থেকে সুদ মে সুদ টা আসে এই টাকা টা কি করনীয় কোন গরীব কে দেওয়া যাবে কি যদি দেওয়া যায় তাকে বলতে হবে কি এটা সুদের টাকা এ সম্পর্কে বিস্তারিত জানালে ভালো হতো
প্রশ্নকারীর নাম: আব্দুল হামিদ মোল্লা
প্রশ্নকারীর ঠিকানা: কোলাঘাট পূর্বমেডনিপুর
প্রকাশিত: 20-09-2023
উত্তর
ফতওয়া নং ১৭৭
ব্যাঙ্কে যেহেতু সুদি কারোবার হয়ে থাকে তাই বিনা প্রয়োজনে ব্যাঙ্কে টাকা রাখা জাইয নেই। একান্ত প্রয়োজনে ব্যাঙ্কে টাকা রাখার অবকাশ আছে। ব্যাঙ্কে টাকা রাখার কারণে যা সুদ হবে তা ব্যাঙ্ক থেকে তুলে ফেলা আবশ্যক। তবে সুদের টাকা নিজে ব্যবহার করা জাইয হবেনা। গরীব-মিসকীনকে বিনা সাওয়াবের নিয়তে দান করে দিতে হবে। এবং তাকে একথা জানিয়ে দেওয়ার প্রয়োজন নেই যে, এটা সুদের টাকা। সরকার অন্যায় ভাবে যে সমস্ত ট্যাক্স আদায় করতে বাধ্য করে থাকে তাতেও সরকারি ব্যাঙ্কের সুদের টাকা দেওয়ার অবকাশ আছে। (জাদীদ ফিকহী মাসাইল ১/২৮২)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(13/10/2023)
উত্তর দেখা হয়েছে : 414