প্রাণীর ফটোর সামনে নামায পড়া

প্রশ্ন

ফটোর সামনে অন্ধকারে নামায পড়ার বিধান কী ?

প্রশ্নকারীর নাম: রফিকুল ইসলাম

প্রশ্নকারীর ঠিকানা: গড়বেতা পশ্চিম মেদিনীপুর

প্রকাশিত: 21-09-2023

উত্তর

ফতওয়া নং ১৭৮

 

 

     প্রাণীর ফটোর  সামনে নামায পড়া মাকরূহ তাহরীমী; নামাযটি দোহরানো ওয়াজিব। আলোতে হোক বা অন্ধকারে। তবে ফটো যদি খুব ছোট হয় যা সহজে বোঝা যায় না, সে ক্ষেত্রে নামায মাকরূহ হবে না। যদিও প্রাণীর ফটো ছোটো হলেও তা বাড়িতে রাখা মাকরূহ।  (আহসানুল ফাতাওয়া ৩/৪২৭,শামী১/৬৪৮

 

               স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(13/10/2023)


উত্তর দেখা হয়েছে : 197