প্রশ্ন
আসসালামু আলাইকুম শায়েখ বিনা ওযুতে নামাজ পড়লে তার হুকুম কি ?
প্রশ্নকারীর নাম: Md Nijamuddin
প্রশ্নকারীর ঠিকানা: Dattupukur
প্রকাশিত: 22-09-2023
উত্তর
ফতওয়া নং ১৭৯
কঠিন গোনাহের কাজ; বরং কোন কোন আলেম তো যে ব্যক্তি ইচ্ছাকৃত বিনা ওযূতে নামাযে দাঁড়িয়ে যায়, তাকে কাফের পর্যন্ত বলে ফেলেছেন। (তালীমুল ইসলাম)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(13/10/2023)
উত্তর দেখা হয়েছে : 209