মদ পান করে তালাক দেওয়া

প্রশ্ন

মদ পান করে তিন তালাক দিলে তিন তালাক পরে জাবে কি ?

প্রশ্নকারীর নাম: সাহাবুদ্দিন মোল্লা

প্রশ্নকারীর ঠিকানা: গরিয়া

প্রকাশিত: 23-09-2023

উত্তর

ফতওয়া নং ১৮১

 

    স্বাভাবিক অবস্থায় তালাক দিলে যেমন  তালাক পড়ে,তেমন মদ পান করে  তালাক দিলেও  তালাক পড়ে। কোনো পার্থক্য নেই। ( শামী৩/২৪১)

 

                  স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(13/10/2023)


উত্তর দেখা হয়েছে : 417