প্রশ্ন
কখন মিথ্য বলা সম্পুর্ন জায়েজ? আর কোনো বিপদের ভয়ে বা জুলুম অত্যাচারের ভয়ে মিথ্য বলা যাবে কিনা ?
প্রশ্নকারীর নাম: Md Ahmadullah
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি
প্রকাশিত: 24-09-2023
উত্তর
ফতওয়া নং ১৮০
স্পষ্ট মিথ্যা বলা সর্বাবস্থায় না জাইয ও হারাম। এমনকি ঠাট্টার ছলেও মিথ্যা বলা হারাম ও কবীরা গুনাহ। একান্ত প্রয়োজনে দ্ব্যর্থবোধক কথা (যা মিথ্যা নয় বরং বক্তা এক অর্থে বলবে আর শ্রোতা তার অন্য অর্থ বুঝবে) বলার অবকাশ আছে। বিনা প্রয়োজনে এটাও জাইয নেই। (ফাতাওয়া মাহমুদিয়া ১৮/৪৭২, মাজযমাউল আনহুর২/৫৫২)
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ সাবধান! তোমরা মিথ্যাচারিতা থেকে দূরে থাকো।(সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৪৬)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(13/10/2023)
উত্তর দেখা হয়েছে : 278