প্রশ্ন
জনাব: বর্তমান ডঃ থেকে শুরু করে ছুতোর মিস্ত্রি পর্যন্ত প্রায় সবজায়গায় একটা ব্যাবসা শুরু হয়েছে,যেমন ডঃ রোগীদের বিভিন্ন রিপোর্ট করতে ল্যাবে পাঠায়,ল্যাব থেকে ডাক্তারদের কমিশন দিয়ে থাকে,ঠিক অনুরূপ ছুতোর মিস্ত্রি ইলেক্ট্রনিক মিস্ত্রিরা করে,এই কমিশন নেওয়াটা কি বৈধ ?
প্রশ্নকারীর নাম: মাওঃআবদুল্লাহ সরদার
প্রশ্নকারীর ঠিকানা: তিলপী হালদার পাড়া মসজিদ
প্রকাশিত: 25-09-2023
উত্তর
ফতওয়া নং ২৮২
এই ভাবে কমিশ নেওয়া বৈধ নয়। তবে যদি প্রেরণকারী ডাক্তার বা মিস্ত্রী প্রেরিত ব্যক্তিদেরকে খরচ-খরচা বা মালের উৎকর্ষতা প্রভৃতি কোনো বিষয়ে তাদের কল্যাণের পরিপন্থী পরামর্শ না দেয় এবং যার কাছে পাঠানো হয়েছে সে পারিশ্রমিক হিসেবে নয় বরং পুরস্কার স্বরূপ প্রেরণকারীকে কিছু দিয়ে থাকে, তবে তা গ্রহণ করার অবকাশ আছে।
(রদ্দুলমুহতার ৪/২৮১)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(13/10/2023)
উত্তর দেখা হয়েছে : 308