নামাযের মধ্যে দু’আ করা

প্রশ্ন

হুজুর আমার সামান্য জ্ঞানে আমি যেটুকু জেনেছি তা হলো, কোনো সন্তান তার পিতামাতার জন্য দোয়া করলে আল্লাহ তা খুব পছন্দ করেন। কিন্তু বিষয়টি হলো নামাজের মধ্যে কোন সময়ে আমি আমার পিতামাতার জন্য দোয়া করতে পারবো? (যেহেতু নামাজের সময় বান্দা আল্লাহর সব থেকে কাছে থাকে।)

প্রশ্নকারীর নাম: Muyarrif Billah Laskar

প্রশ্নকারীর ঠিকানা: Joynagar, South 24 parganas

প্রকাশিত: 26-09-2023

উত্তর

ফতওয়া নং ১৮৩

 

 

       নামাযের মধ্যেও দুআ করা যাবে। তবে নামাযের মধ্যে দুআ করার ক্ষেত্রে কয়কটি বিষয় খেয়াল রাখতে হবে। যেমন—
নামাযের মধ্যে আরবী ভাষা ছাড়া অন্য ভাষায় দুআ করা যাবে না।

      এমন দুআ করা যাবেনা যা আমাদের কথাবার্তার অনুরূপ হয়। সবচেয়ে নিরাপদ হলো, কুরআন-হাদীসে বর্ণিত দুআ করা।

       ফরয নামাযে দুআ করতে চাইলে শেষ বৈঠকে দরূদ শরীফের পর করবে । আর নফল নামাযের সেজদাতেও দুআ  করা যাবে।

(শামী সহ দুর্রেমুখতার ১/৫২২,৫২৩)

 

                    স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ রবিউল আউয়াল ,১৪৪৫হিজরী(13/10/2023)


উত্তর দেখা হয়েছে : 273