ওমরাহ কারিকে হাজী বলা

প্রশ্ন

ওমরাহ করলে হাজী বলা যায় কি ?

প্রশ্নকারীর নাম: Md sohid molla

প্রশ্নকারীর ঠিকানা: Nimkuria, bhangar, South 24 parganas

প্রকাশিত: 28-09-2023

উত্তর

ফতওয়া নং ২১৩

 

 

        ওমরাহ করলে শরীয়াতের পরিভাষায় তাকে হাজী বলা হয় না। তাকে মু'তামির বলা হয়। যে হজ্জ করে তাকেই হাজী বলা হয়। তবে  ওমরাহতেও কিছু কিছু কাজ এমন করতে হয়, যা হজ্জের ক্ষেত্রেও করতে হয়, আভিধানিক অর্থেও উভয়ের মধ্যে কিছু সামঞ্জস্য পাওয়া যায়। 
তাই রূপক অর্থে বা আভিধানিক অর্থে ওমরাহকারিকেও কখনো কখনো হাজী বলে দেওয়া হয়। যদি মানুষকে ভুল বুঝানো বা প্রতারণা উদ্দেশ্য না হয়, তাহলে ইনশাআল্লাহ এতে গুনাহ হবে না।

 

              স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)


উত্তর দেখা হয়েছে : 232