প্রশ্ন
নবী দিবসে রোজা রাখা যাবে কি এবং রোজা রাখা ফরজ ওয়াজিব না সুন্নাত যাবে কি এবং রোজা রাখা ফরজ ওয়াজিব না সুন্নাত
প্রশ্নকারীর নাম: আবদুল্লাহ
প্রশ্নকারীর ঠিকানা: ভাঙ্গড়
প্রকাশিত: 29-09-2023
উত্তর
ফতওয়া নং ২১৪
রোযা রাখা যাবে। তবে মনে রাখতে হবে যে, নবী দিবস ছাড়া বছরের অন্যান্য সাধারণ দিনগুলোতে রোযা রাখার যা বিধান নবী দিবসে রোযা রাখারও সেই বিধান। নবী দিবসে রোযা রাখার আলাদা কোনো ফযীলত শরীয়াতে বর্ণিত নেই। অতএব উক্ত দিবসে রোযা রাখাকে বিশেষ ফযীলতপূর্ণ বা ফরয, ওয়াজিব, সুন্নত ধারণা করা ঠিক নয়। (নূরুল ঈযাহ ১২৭ পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)
উত্তর দেখা হয়েছে : 266