বিতরের নামাজ পরার নিয়ম

প্রশ্ন

বিতরের নামাজ পড়ার নিয়ম এবং কোন কোন সূরা দিয়ে কি ভাবে পড়বো ?

প্রশ্নকারীর নাম: আলম মোল্লা

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম + পোষ্ট ইটিন্ডা থানা বসিরহাট

প্রকাশিত: 29-09-2023

উত্তর

ফতওয়া নং ১৮৯
 

 

      বিতরের নামায দুই বৈঠক ও এক সালামে মোট তিন রাকআত নামায আদায় করতে হয়। নিয়ম হল, তিন রাকআতেই সুরা ফাতিহার পর অন্য সুরা মিলাতে হবে। তৃতীয় রাকআতে সুরা পড়ার পর রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে আগের মতো নাভির নিচে হাত বেঁধে দু’আ কুনুত পাঠ করে নিবে। তারপর যথা রীতি রুকু-সেজদা ও শেষ বৈঠক করে সালাম ফিরবে। আর বিতরের তিন রাকআতে নিন্মোক্ত হাদীস অনুযায়ী সুরা পাঠ করা উত্তম। কখনো কখনো অন্য সুরা পাঠ করা উচিত। 
      ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বিতরের প্রথম রাক'আতে “সাব্বিহিসমা রব্বিকাল আলা”, দ্বিতীয় রাক'আতে “কুল ইয়া আয়্যুহাল কাফিরূন” ও তৃতীয় রাক'আতে “কুল হুওয়াল্লাহু আহাদ” সূরা পাঠ করতেন। (তিরমিজী, হাদীস নং ৪৬২)

 

              স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ রবিউল আখর ,১৪৪৫হিজরী(29/10/2023)


উত্তর দেখা হয়েছে : 117