বসে নামাজ পড়ার নিয়ম

প্রশ্ন

বসে নামাজ পড়ার সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিত জানালে উপকৃত হবো। জাযাকাল্লাহ

প্রশ্নকারীর নাম: হাসান

প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ

প্রকাশিত: 29-09-2023

উত্তর

ফতওয়া নং ১৯০

 

      বসে নামায পড়ার ক্ষেত্রে পার্থক্য  হল, সুস্থ মানুষ তাশাহহুদ পড়ার সময় যেমন ভাবে বসে তেমন ভাবে বসবে। সক্ষম না হলে সুবিধা মত বসতে পারে।
কেরাত পড়ার সময়  দৃষ্টি সেজদার জায়গার পরিবর্তে  কোলে রাখা  উচিত। 
রুকুতে এতটা ঝুকবে যেন  কপাল দুই হাঁটুর অগ্রভাগের বরাবর হয়। আল্লামা শামী বলেন, এটি হল রুকুর পরিপূর্ণতা। নচেৎ মাথা ও পিঠ ঝুকালে, রুকু আদায় হয়ে যাবে।(শামী১/৪৪৭)

 

               স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ রবিউল আখর ,১৪৪৫হিজরী(29/10/2023)


উত্তর দেখা হয়েছে : 158