প্রশ্ন
রুকু থেকে উঠার যে দোয়া টি পড়া হয় তা্র সম্পূর্ণটা জানালে উপকৃত হবো।
প্রশ্নকারীর নাম: সেখ হাসান
প্রশ্নকারীর ঠিকানা: হুগলি
প্রকাশিত: 29-09-2023
উত্তর
ফতওয়া নং ১৯২
রুকু থেকে মাথা উঠানোর সময় ইমাম বলবে “সামিআল্লাহু লিমান হামিদাহ্” আর মুক্তাদিরা বলবে “রব্বানা লাকাল হামদ”। মুনফারিদ ব্যক্তি উভয়টি বলবে। নফল নামাযে سَمِعَ اللّٰهُ لِمَنْ حَمِدَهُ বলার পর
“اَللّٰهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمَدًا كَثِيرًا طَيِّبًا مُّبَارَكًا فِيهِ” বলা ভালো। ফরয নামাযেও এই দুআ বলার অবকাশ আছে। তবে ইমামের জন্য এরকম দীর্ঘ দুআ না বলা ভালো। (নামায কে মাসাইল কা ইনসাইক্লোপেডিয়া ২/৩১৫)
রিফা’আহ ইবনু রাফি— আয-যুরাকী (রাঃ)
বলেন, কোন একদিন আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর পিছনে নামায আদায় করছিলাম। সে সময় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) রুকু— হতে মাথা উঠিয়ে সামিআল্লাহু লিমান হামিদাহ্ বললে এক ব্যক্তি বলে উঠেন-‘আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান ত্বাইয়্যিবান মুবারাকান ফীহ”। নামায শেষে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এ দু'আ পাঠকারী কে? লোকটি বলল, হে আল্লাহর রাসূল! আমি। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমি দেখলাম, তিরিশেরও অধিক ফেরেশতা তা সর্বাগ্রে লিপিবদ্ধ করার জন্য প্রতিযোগিতা করছে।(আবু দাউদ, হাদীস নং ৭৭০)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ রবিউল আখর ,১৪৪৫হিজরী(29/10/2023)
উত্তর দেখা হয়েছে : 165