মুসাফির ব্যাক্তির জন্য ওয়াজিব, সুন্নাত ও নফল নামাজ পড়ার বিধান

প্রশ্ন

মুসাফির ব্যাক্তির জন্য ওয়াজিব, সুন্নাত ও নফল নামাজ পড়ার বিধান কি ?

প্রশ্নকারীর নাম: আমির সেখ

প্রশ্নকারীর ঠিকানা: হুগলি

প্রকাশিত: 29-09-2023

উত্তর

ফতওয়া নং ১৯১

 

 

         মুসাফিরের জন্য ওয়াজিব, সুন্নাত ও নফল নামাযের বিধান মুকীমের ন্যায়। পার্থক্য এতটুকু যে, সফর অবস্থায় যদি ব্যাস্ততা বেশি থাকে কিংবা রেল, জাহাজ ইত্যাদিতে জায়গার সংকীর্ণতা বা ভীড় বেশি থাকে, তাহলে ফজরের সুন্নাত ছাড়া অন্য সুন্নাত ত্যাগ করার অবকাশ আছে। কিন্তু শান্তি, নিরাপদ ও পর্যাপ্ত সময় থাকা অবস্থায়  ছুন্নত ত্যাগ করা আদৌ উচিত নয়। 
কেউ কেউ ধারণা করে থাকে যে, মুসাফিরের জন্য সুন্নাত নামায পড়া সুন্নাত নয়। যার ফলে ওযর ছাড়াই সুন্নাত ছেড়ে শুধু ফরয নামায পড়ে থাকে। এটা ভুল। (নামায কে মাসাইল কা ইনসাইক্লোপেডিয়া ৪/৫৮ পৃষ্ঠা

 

           স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ রবিউল আখর ,১৪৪৫হিজরী(29/10/2023)


উত্তর দেখা হয়েছে : 154