চাচাত বোনের সাথে দেখা ও সাক্ষাত করা

প্রশ্ন

আপন চাচাত বোন বালেগা হওয়ার পর তার সাথে কি দেখা সাক্ষাত ও গল্প করা যাবে? ইহার হুকুম কি।

প্রশ্নকারীর নাম: আমির

প্রশ্নকারীর ঠিকানা: ভারত

প্রকাশিত: 30-09-2023

উত্তর

ফতওয়া নং ১৯৪

 

 

      চাচাতো  বোনের  মেয়ে  মাহরাম  নয়। অতএব তার থেকে পর্দা করা যরূরী। তার সাথে দেখা-সাক্ষাত করা, গল্প করা বা বিনা প্রয়োজনে কথা বলা জাইয নেই। একান্ত প্রয়োজনে পর্দার আড়াল থেকে কথা বলা যেতে পারে। কথা বললে যদি গুনাহে পতিত হওয়ার আশঙ্কা থাকে তবে  তার সাথে কথা বলা থেকে বিরত থাকতে হবে। আর জানা আবশ্যক যে, সচরাচর যেটাকে সমাজ গুনাহ মনে করে থাকে সেটাই শুধু গুনাহ নয়; বরং বেগানা নারী সম্পর্কে যৌন চিন্তা-ভাবনা করাটাও এক প্রকার গুনাহ। 
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)  বলেছেন,····চোখের ব্যভিচার হলো তাকানো, কানের ব্যভিচার হলো শোনা, জিহ্বার ব্যভিচার হলো কথোপকথন করা, হাতের ব্যভিচার হলো  ধরা, পায়ের ব্যভিচার হলো হেঁটে যাওয়া, হৃদয়ের ব্যভিচার হচ্ছে কামনা-বাসনা করা।·····(মুসলিম শরীফ, হাদীস নং৬৬৪৭)

 

              স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ রবিউল আখর ,১৪৪৫হিজরী(29/10/2023)


উত্তর দেখা হয়েছে : 200