দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীর মাঝে মীরাস বন্ঠণ

প্রশ্ন

কোন ব্যক্তির ৫ বিঘা জমি থাকা অবস্থায় ইন্তেকাল করলো, তার দুই ছেলে ও এক মেয়ে ও স্ত্রী আছে এখন ফারায়েযের নিয়মানুযায়ী কে কত পরিমাণ সম্পত্তি পাবে বিস্তারিত জানালে উপকৃত হবো। জাযাকাল্লাহু খাইর

প্রশ্নকারীর নাম: আমির

প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ

প্রকাশিত: 30-09-2023

উত্তর

ফতওয়া নং ২১৫

 

 

         প্রশ্নোক্ত মৃত ব্যক্তির রেখে যাওয়া মোট সম্পত্তির ৪০ চল্লিশ ভাগের ১৪ ভাগ  এক একটি ছেলে, মেয়েটি ৭ ভাগ এবং স্ত্রী পাবে ৫ ভাগ। এই হিসেবে ৫ বিঘা জমি থেকে 
এক একটি ছেলে  ৫৭.৮৫১২৪১শতক, মেয়েটি ২৮.৯২৫৬২০৫শতক, এবং স্ত্রী ২০.৬৬১১৫৭৫ শতক পাবে।

 

                 স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)


উত্তর দেখা হয়েছে : 773