প্রশ্ন
নামাযের মধ্যে সুরা ফাতিহার পর সুরা মেলানোর জন্য কি বিসমিল্লাহ বলতে হবে, বিস্তারিত জানালে উপকৃত হবো
প্রশ্নকারীর নাম: সেখ আমির
প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ, ভারত
প্রকাশিত: 30-09-2023
উত্তর
ফতওয়া নং ১৯৫
নামাযের মধ্যে সুরা ফাতিহার পর সুরা মিলানোর আগে “বিসমিল্লাহ····” না পড়লেও নামায শুদ্ধ হবে। তবে, পড়া হাসান অর্থাৎ ভালো। (উমদাতুল ফিকহ ২/১০৮ পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ রবিউল আখর ,১৪৪৫হিজরী(29/10/2023)
উত্তর দেখা হয়েছে : 211