প্রশ্ন
শায়েখ মসজিদে যদি কোনো অনুষ্ঠান হয় যেমন জলসা বা যিকরের মজলিস। তাহলে এই ধরনের কোনো কাজে কি মসজিদের ফান্ডের টাকা দিয়ে করা জাবেকি আর বিশেস করে কন কন কাজে ফান্ডের টাকা বেই করা জাবে একটু জানাবেন
প্রশ্নকারীর নাম: মোঃ রেজাউল হক
প্রশ্নকারীর ঠিকানা: বারাসাত বামনগাছি
প্রকাশিত: 30-09-2023
উত্তর
ফতওয়া নং ১৯৬
দাতারা যেখানে ব্যায় করার জন্য দান করেছেন বা যে উদ্দেশ্যে চাঁদা করা হয়েছে, তা সে খাতেই ব্যায় করা যরূরী। মসজিদ ফান্ডের টাকা মসজিদ বিভাগীয় কাজেই ব্যায় করা যরূরী। জলসা, যিকরের মজলিস প্রভৃতি খাতে মসজিদের অর্থ ব্যায় করতে চাইলে উক্ত অর্থ যারা দান করেছেন, তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ অনুমতি আবশ্যক। (শামী৪/৪৪৫)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ রবিউল আখর ,১৪৪৫হিজরী(29/10/2023)
উত্তর দেখা হয়েছে : 220