প্রশ্ন
সরকারি চাকুরিজিবিদের অবসর হওয়ার পর যে পেনশন দেওয়া হয় তা কি সম্পূর্ণ হালাল হবে?
প্রশ্নকারীর নাম: সেখ হাসান
প্রশ্নকারীর ঠিকানা: হুগলি
প্রকাশিত: 01-10-2023
উত্তর
ফতওয়া নং ১৯৮
পেনশন হল অনুদান। অতএব এটি যদি কোনো অবৈধ অর্থ থেকে প্রদত্ত না হয়, তাহলে তা সম্পূর্ণ হালাল। ( ফাতাওয়া আলমগীরী ৫/৩৪২)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ রবিউল আখর ,১৪৪৫হিজরী(29/10/2023)
উত্তর দেখা হয়েছে : 283