প্রশ্ন
একাকি ফরয নামাজ আদায়কারী কি আযান ও ইকামত দেবে ?
প্রশ্নকারীর নাম: আমির
প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ
প্রকাশিত: 01-10-2023
উত্তর
ফতওয়া নং ১৯৯
মসজিদে আযান-ইকামাত হয়ে যাওয়ার পর একা নামায আদায় কারীর জন্য মসজিদে আযান-ইকামাত দেওয়া মাকরূহ। অবশ্য যদি বাড়িতে নামায আদায় করে, তবে আযান ও ইকামত দেওয়া মুস্তাহাব। ( আলমগীরী ১/৫৩, আহসানুল ফাতাওয়া ২/২৭৯, আল মাসাইলুল মুহিম্মাহ ৯/৭৫, ইরশাদুল মুফতিইয়ীন৩/১৫৮)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ রবিউল আখর ,১৪৪৫হিজরী(29/10/2023)
উত্তর দেখা হয়েছে : 247