ইমামের সালাম ফেরানর পর মাসবুক কখন উঠবে

প্রশ্ন

মাসবুক ব্যাক্তি শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর কখন উঠবে ইমামের দুই সালাম সম্পূর্ণ করার পর কি ?

প্রশ্নকারীর নাম: হাসান

প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ

প্রকাশিত: 02-10-2023

উত্তর

ফতওয়া নং ১৮৭

       মাসবুক ব্যক্তি ইমামের প্রথম সালামের পরও উঠতে পারে; তবে উভয় সালাম সম্পন্ন করার পর ওঠাই উত্তম। যাতে ইমাম সেজদায়ে সহো করলে যেন ফিরে আসতে না হয়। (দুর্রেমুখতার ১/৪৯০)

 

               স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ রবিউল আখর ,১৪৪৫হিজরী(29/10/2023)


উত্তর দেখা হয়েছে : 261