কাযা নামাযের জামাআত

প্রশ্ন

কাযা নামাযের জন্য কি জামাত করা যাবে? কাযা নামাজে আযান ও ইকামত দিতে হবে কি ?

প্রশ্নকারীর নাম: সেখ আমির

প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ

প্রকাশিত: 02-10-2023

উত্তর

ফতওয়া নং ১৮৮

    কাযা নামাযের জামাআত করা যাবে। আর এটাই উত্তম। এক্ষেত্রে প্রথম নামাযের জন্য আযান ও ইকামত উভয়ই দেওয়া এবং পরবর্তী নামাযের জন্য শুধু ইকামত দেওয়া যথেষ্ট। তবে স্মরণ রাখতে হবে যে, শরঈ ওযর ছাড়া নামায সময় মত না পড়া মহা কবীরা গুনাহ। (নামায কে মাসাইল কা ইনসাইক্লোপেডিয়া ৩/২৬০)

 

                   স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ রবিউল আখর ,১৪৪৫হিজরী(29/10/2023)


উত্তর দেখা হয়েছে : 212