প্রশ্ন
বিড়ি সিগারেট খৈনী কেনা বেচা করা যাবে কি ?
প্রশ্নকারীর নাম: আবদুল্লাহ
প্রশ্নকারীর ঠিকানা: ভাঙ্গড়
প্রকাশিত: 02-10-2023
উত্তর
ফতওয়া নং ১৮৬বিড়ি,সিগারেট,খৈনী কেনা-বেচা করা মাকরূহ। অতএব ইনকামের এর চেয়ে ভালো উপায় থাকলে তা অবলম্বন করা ও এ থেকে পরহেয করা উচিত । (ফাতাওয়া উসমানী ৩/৮৯,আল মাসাইলুল মুহিম্মাহ···১০/১৭৭, ফাতাওয়া দারুল উলুম ১৪/৩৬৪ পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ রবিউল আখর ,১৪৪৫হিজরী(29/10/2023)
উত্তর দেখা হয়েছে : 458