জজর্দা বা বিড়ি-সিগারেট খাওয়া

প্রশ্ন

হজরত জর্দা দিয়ে পান খাওয়া এবং বিড়ি সিগারেট ইত্যাদি খাওয়া কি হারাম দলীল সহ জানাবেন উপক্রিত হব ইনশাআল্লাহ

প্রশ্নকারীর নাম: আলমগীর সেখ

প্রশ্নকারীর ঠিকানা: চন্দ্রহাটি (প)খাগড়ামুড়ি-থানা-বিষ্ণুপুর

প্রকাশিত: 03-10-2023

উত্তর

ফতওয়া নং ২৩৭

       জর্দা দিয়ে পান খাওয়া এবং বিড়ি সিগারেট ইত্যাদি খাওয়া হারাম নয়। তবে যদি এর কারণে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে মাকরূহ হবে। যদি আশঙ্কা প্রবল হয়, তাহলে মাকরূহ তাহরীমি হবে। অনুরূপ ভাবে যদি মুখে বা শরীরে দূর্গন্ধ হয়, তবে সেই অবস্থায় মসজিদে যাওয়াও মাকরূহ হবে। যে কোনো ভাবে দূর্গন্ধ দুর করে তারপর মসজিদে যেতে হবে। (ফাতাওয়া হিন্দিয়্যাহ ৫/৩৪০ পৃষ্ঠা দ্রষ্টব্য)

 

 

      স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১ জুমাদাল উখরা ,১৪৪৫ হিজরী (14/12/2023)


উত্তর দেখা হয়েছে : 236