প্রশ্ন
হযরত আমার প্রশ্নটা হল, কতটা পরিমাণ পানি থাকলে, সেই পানিতে মানুষের পেশাব, পায়খানা, বীর্য, রক্ত, ইত্যাদি নাপাকি জিনিস পড়ে গেলেও সেই পানিটা নাপাক হবে না বরং পাক থাকবে।
প্রশ্নকারীর নাম: Toushief Islam
প্রশ্নকারীর ঠিকানা: Hooghly, Sahaganj
প্রকাশিত: 04-10-2023
উত্তর
ফতওয়া নং ২৫৬ বদ্ধ অল্প পানি সামান্য নাপাক দ্বারাই নাপাক হয়ে যায়। পানিতে নাপাকির রঙ, গন্ধ বা স্বাদ প্রকাশিত হোক বা না হোক।
আর অধিক বা স্রোতের পানিতে নাপাক বস্তু পড়লে, যতক্ষণ নাপাকির রঙ, গন্ধ বা স্বাদ পানিতে প্রকাশিত না হবে, ততক্ষণ পানি নাপাক হবে না।
শরীয়াতে ১০০ বর্গ হাত প্রশস্ত ও কোষ ভরে পানি নিলে তলা প্রকাশ হয়ে যায় না অন্ততঃ এতটা গভীর পানিকে ‘অধিক পানি’ এবং এর চেয়ে কম পানিকে ‘অল্প পানি’ বলে।
আর ঘাস, লতা পাতা যে পানি ভাসিয়ে নিয়ে যায়, সে পানিকে ‘স্রোতের পানি’ বলে; স্রোতের বেগ যতই কম হোক না কেন। (বেহেশতী জেওর দ্রষ্টব্য)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৩ রজব,১৪৪৫ হিজরী (3/02/2024)
উত্তর দেখা হয়েছে : 121