রুকু-সাজদার তাকবীর বলা কখন শুরু হবে আর কখন শেষ হবে

প্রশ্ন

   নামাজের রুকু সেজদার তাকবীর গুলি কখন শুরু ও কোথায় শেষ করতে হয় তা বিস্তারিত জানালে উপকৃত হবো জাযাকাল্লাহ।

প্রশ্নকারীর নাম: সেখ আমির

প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ

প্রকাশিত: 07-10-2023

উত্তর

ফতওয়া নং ৪৪৮

   এক রুকন থেকে  অন্য রুকনে যাওয়ার তাকবীর ইত্যাদি বলার নিয়ম এই যে, কোনো রুকনের দিকে যাওয়া আরম্ভ করতেই বলা শুরু  এবং ( উক্ত রুকনে ) পৌঁছানোর আগেই শেষ করবে। যেমন— রুকুতে যাওয়ার তাকবীর এমন ভাবে বলবে যে, রুকুতে যাওয়ার জন্য যখনই ঝুকবে তখন তাকবীর শুরু করবে এবং রুকুতে সম্পূর্ণ পৌঁছানোর কাছে যেয়ে শেষ করবে। ( কিতাবুল ফাতাওয়া ২/১৭৩ )

 

 

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৩ সফর, ১৪৪৬ হিজরী (09/08/2024)


উত্তর দেখা হয়েছে : 28