প্রশ্ন
শাইখ, কসর কী? এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্নকারীর নাম: আশরাফুল হক
প্রশ্নকারীর ঠিকানা: Salar, Murshidabad
প্রকাশিত: 08-10-2023
উত্তর
ফতওয়া নং ২০০
মুসাফিরের জন্য শরীয়াতের বিধান এই যে, যোহর,আসর ও ইশার নামায চার রাকাআতের পরিবর্তে দু'রাকআত পড়বে। এটাকে শরীয়াতের পরিভাষায় কসর বলা হয়।(কামুসুল ফিকহ ৪/১৫৯)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ রবিউল আখর ,১৪৪৫হিজরী(29/10/2023)
উত্তর দেখা হয়েছে : 287