প্রশ্ন
শাইখ, মসজিদ এ জামাত চলাকালীন যদি কোনো ব্যাক্তি আসে এবং দেখে ডান ও বাম সম্পূর্ণ ভর্তি তখন কী সে নতুন একটা কাতার এ দাঁড়াবে? এক্ষেত্রে করণীয় কী ?
প্রশ্নকারীর নাম: আশরাফুল হক
প্রশ্নকারীর ঠিকানা: Salar, Murshidabad
প্রকাশিত: 08-10-2023
উত্তর
ফতওয়া নং ২১৭
কাতার যেহেতু সম্পূর্ণ ভর্তি, তাই এই ব্যক্তি নতুন কাতারে ইমামের সোজাসুজি পিছনে দাঁড়াবে। আর যদি নামায নষ্ট করবে এই আশঙ্কা না থাকে, তাহলে সামনের কাতার থেকে একজনকে পিছনে এনে পাশে নিয়ে দাঁড়ানো ভালো। তবে অজ্ঞতা বেশি হওয়ার কারণে নামায নষ্ট করে ফেলার আশঙ্কা বেশি হওয়ায় বর্তমান যুগে নামাযী ব্যক্তিকে টানতে না যাওয়াই শ্রেয়। (ফাতাওয়া দারুল উলুম ৩/২৩১)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)
উত্তর দেখা হয়েছে : 236