প্রশ্ন
হযরত কাযা নামাযের কেরাত এবং তাকবীর গুলো জোরে, না আস্তে পড়তে হয়।
প্রশ্নকারীর নাম: মো মোবারাক হোসেন
প্রশ্নকারীর ঠিকানা: কালিয়া চক পিন ৭৩২২০১
প্রকাশিত: 13-10-2023
উত্তর
ফতওয়া নং ২০২
কাযার ক্ষেত্রেও ইমামের জন্য জাহরী (প্রকাশ্য কেরাত বিশিষ্ট) নামাযে জোরে কেরাত করা ওয়াজিব। এবং সিররী (অ-প্রকাশ্য কেরাত বিশিষ্ট) নামাযে আস্তে কেরাত করা ওয়াজিব।
আর একা নামায পাঠকারি সিররী নামাযে আস্তে কেরাত করবে। এবং জাহরী নামায যদি জাহরী নামাযের সময়ে পড়ে, তাহলে ইচ্ছাধীন; জোরে কেরাত করতে পারে, আস্তেও কেরাত করতে পারে। তবে জোরে পড়া উত্তম। কিন্তু যদি সিররী নামাযের সময়ে পড়ে, তাহলে আস্তে কেরাত করবে। ইমামের জন্য তাকবীর গুলো জোরে বলা সুন্নাত। মুক্তাদী ও একা নামায পাঠকারির জন্য জোরে বলা সুন্নাত নয়। (উমদাতুল ফিকহ ২/১০১,শামী১/৫৩৩,হিন্দীয়া ১/৭২)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)
উত্তর দেখা হয়েছে : 224