মাথায় কৃত্রিম চুল বসানো

প্রশ্ন

হযরত একজন পুরুষ। তার টাক মাথা তিনি মাথায় নতুন চুল বসাতে চাইছেন এখন প্রশ্ন এই যে, আধুনিক পদ্ধতিতে মাথায় চুল বসানো বা পরচুলা লাগানো ইসলামী শরীয়তে জায়েজ আছে কি ?

প্রশ্নকারীর নাম: বান্দা আকরামুল হক

প্রশ্নকারীর ঠিকানা: বারুইপুর দক্ষিণ 24 পরগনা

প্রকাশিত: 13-10-2023

উত্তর

ফতওয়া নং ২০৩

 

 

            কৃত্রিম চুল যদি শূকরের বা মানুষের হয় তবে তা লাগানো কবীরা গুনাহ। যারা মানুষের চুল লাগায় তাদেরকে হাদিসে অভিশাপ দেওয়া হয়েছে। আর শূকরের লোম হচ্ছে না পাক। কৃত্রিম চুল যদি মানুষের বা শূকরের না হয়, তাহলে তা প্রয়োগ করা জায়েজ আছে। তবে এর দ্বারা উদ্দেশ্য যদি কাউকে ধোঁকা দেওয়া হয়, তাহলে এটাও ঠিক নয়। (শামী ৬/৩৭২)

নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আল্লাহ্ তা'আলা লা'নত করেন সে সব নারীদেরকে যারা নিজে পরচুলা লাগায় এবং যারা অন্যদেরকে তা লাগিয়ে দেয়, (বোখারী, হাদীস নং৫৯৩৩)

 

                 স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)


উত্তর দেখা হয়েছে : 178