প্রশ্ন
আসসালামু আলাইকুম, হযরত আমার প্রশ্নটা হল কিছু বক্তাদের মুখে বলতে শোনা যায় যে মধু এবং কালো জিরে একসাথে সেবন করলে সেটা নাকি মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ। হযরত এই কথাটা কি কোরআন হাদিস থেকে সম্মত। যদি সম্মত হয়ে থাকে তাহলে দয়া করে জানাবেন মধু এবং কালো জিরে কিভাবে সেবন করতে হবে এবং কখন সেবন করতে হবে।
প্রশ্নকারীর নাম: Toushief Islam
প্রশ্নকারীর ঠিকানা: Hooghly, Sahaganj
প্রকাশিত: 14-10-2023
উত্তর
ফতওয়া নং ২৩৪মধুতে নিরাময় থাকা কুরআন থেকে প্রমাণিত। কালো জিরে মৃত্যু ছাড়া সর্ব রোগে উপকারী এ কথা হাদীসে বর্ণিত। তবে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না এ কথা কুরআনে ঘোষিত। অতএব যত বড় ওষুধ হোক না কেন কাজ করবে না আল্লাহর ইচ্ছা ব্যাতীত। তা ছাড়া ভিন্ন ভিন্ন রোগে ভিন্ন ভিন্ন ব্যাবহার পদ্ধতি কেতাবে লিখিত আছে বিস্তারিত। যেমন কিডনিতে পাথর হলে চুর্ণ করে মধু মিশিয়ে খেতে হয় ফাতহুল বারীতে উল্লেখিত। আপনি কোন রোগে খেতে চাইছেন, জানলে হয়ত নিয়মটা বলা যেত। যেহেতু জানাননি, তাই বলতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তবে এ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনার জন্য ভালো হতো। (ফতোয়ায়ে রাশেদ পৃ. ১৭৯ দ্রষ্টব্য)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১ জুমাদাল উখরা ,১৪৪৫ হিজরী (14/12/2023)
উত্তর দেখা হয়েছে : 354